শুরু ভালো না হলেও যেভাবে অস্ট্রেলিয়ার দম্ভ ভাঙলো ভারত
ভারতের ব্যাটিং নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছিল। কিন্তু, টিম ইন্ডিয়ার পেসাররাও বুঝিয়ে দেন যে তাঁরাও পিছিয়ে নেই। প্রথম দিনের শেষেই অস্ট্রেলিয়া ৬৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর আশা করাই হচ্ছিল যে দ্বিতীয় দিন সকালে অস্ট্রেলিয়া খুব বেশিক্ষণ হয়ত ব্যাট করতে পারবেন না।
দিনের শুরুতেই অ্যালেক্স ক্যারির (২১) উইকেট শিকার করেন জসপ্রীত বুমরাহ। হর্ষিত রানার বলে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান নাথান লায়ন (৫)। শেষ উইকেট স্টার্ককেও (২৬) হর্ষিতই শিকার করেন। প্রথম ইনিংসে হর্ষিত তিনটে উইকেট শিকার করেন। বাকি দুটো উইকেট নেন মহম্মদ সিরাজ।
আপাতত টিম ইন্ডিয়ার সামনে ৪৬ রানের লিড রয়েছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে কিছুটা হলেও বেটার ব্যাটিং পারফরম্য়ান্স আশা করা যেতে পারে।