‘এভাবে আমাকে রোখা যাবে না’, গর্জে উঠলেন নেতানিয়াহু
কলকাতা টাইমস :
ইজরায়েল-হামাস যুদ্ধের বলি হাজারে-হাজারে মানুষ। প্রায় ধ্বংস্তূপে পরিণত গোটা ইরান। ধূলিস্যাৎ স্কুল, কলেজ, হাসপাতাল। এই যুদ্ধ থামাতে একাধিক দেশের আর্জি-হুমকি কোনও কাজেই আসেনি। নিজের স্থান থেকে সরতে নারাজ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই নেতানিয়াহুকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রুখতে চাইলো আন্তর্জাতিক অপরাধ দমন আদালত তথা আইসিসি। কিন্তু সেই পরোয়ানার তোয়াক্কা না করে নেতানিয়াহুর স্পষ্ট জবাব, এই পরোয়ানা তাঁকে ইজরায়েলকে রক্ষা করা থেকে রুখতে পারবে না।
পরোয়ানা জারিয়ার পর এক ভিডিও বার্তায় তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে নেতানিয়াহুকে বলতে শোনা গিয়েছে, ”এভাবে আমাকে রাখা যাবে না, ইসরায়েল-বিরোধী কোনও অশোভন সিদ্ধান্ত আমাদের বাধা দিতে পারবে না। আমরা চাপের কাছে নতি স্বীকার করব না।”
সরাসরি আন্তর্জাতিক অপরাধ দমন আদালত তথা আইসিসিকে আক্রমণও করে নেতানিয়াহু বলেন, ”হেগের আন্তর্জাতিক অপরাধ দমন আদালত স্থাপিত হয়েছিল মানবিকতাকে রক্ষা করার জন্য। আজ সেটাই মানবতার শত্রু হয়ে উঠেছে।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ দমন আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেতানিয়াহু ও সেদেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে। আইসিসি জানিয়েছে, মানবতার বিরোধী অপরাধ যথা খুন, নিপীড়ন এবং অমানবিক নানা অপরাধ করেছেন নেতানিয়াহু ও গ্যালান্ট। পাশাপাশি যুদ্ধের এক ‘অস্ত্র’ হিসাবে অনাহারকে ব্যবহার করার অভিযোগও রয়েছে। গাজায় খাদ্য, জল ও ওষুধের মতো অত্যাবশকীয় বস্তুর সরবরাহ আটকে দিয়ে বিপুল সংকট ও মৃত্যুর পরিস্থিতি তৈরি করার অভিযোগেও বিদ্ধ নেতানিয়াহু-গ্যালান্ট।