খিদের জ্বালা মেটাতে গিয়ে ১৪৫ বাঁদরের সঙ্গে যা হলো …
কলকাতা টাইমস :
খিদের জ্বালা নেভাতে গিয়ে প্রাণ গেল ১৪৫টি বাঁদরের। উত্তরপ্রদেশের হাথরসে একসঙ্গে শতাধিক বাঁদরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। কারণ জানা গিয়েছে, খাবার খোঁজে হাথরসে ফুড কর্পোরেশন অফিসের একটি গুদামে হানা দিয়েছে ওই বন্দরের দল। আর এরপরই বিষাক্ত গন্ধে মৃত্যু হল ১৪৫টি বাঁদরের! কিন্তু কী থেকে বিষক্রিয়া হল, তা জানতে প্রাণীগুলির দেহ ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
উল্লেখযোগ্য যে, হাথরসের কালওয়ারি রোডের ফুড কর্পোরেশন অফিসের একটি গুদামের পাশে মাটির নীচ থেকে বাঁদরগুলির দেহ উদ্ধার করেছে পুলিশ। গুদামের ভিতরে প্রচুর বস্তা গম রাখা ছিল। ভাঙা একটি জানলা গিয়ে তারা ভিতরে ঢোকে। কিন্তু ঢোকার পরই কয়েক মুহূর্তের মধ্যে মৃত্যু হয় বাঁদরগুলির। কারণ পোকামাকড় যাতে হয় সে কারণ বস্তাগুলির মধ্যে কীটনাশক অ্যালুমিনিয়াম ফসফাইড স্প্রে করা হয়েছিল। সেটির গন্ধ মারাত্মক বিষাক্ত। তা শুঁকেই বাঁদরগুলির মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, খাদ্য নিগমের কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গুদামে রাখা দানাশস্যে যাতে পোকামাকড় না ধরে, ইঁদুরের হাত থেকে ওই শস্য বাঁচাতে অ্যালুমিনিয়াম ফসফাইড ছড়ানো হয়েছিল। গুদামের ভাঙা জানলা দিয়ে বাঁদরের দল ভিতরে ঢুকেছিল। তার পরই বাঁদরগুলির দেহ উদ্ধার হয়। তাঁদের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে এফসিআই কর্তৃপক্ষও।থানায় অভিযোগ দায়ের হলেও আপাতত কাউকে এই ঘটনায় গ্রেফতার করা হয়নি।