৬০% এই বাচ্চারাই মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে গেরুয়া রাজ্যে
কলকাতা টাইমস :
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কেন্দ্র যে তথ্য দিয়েছে তা বেশ উদ্বেগজনক। কেন্দ্রের তথ্য বলছে ২০২৪-’২৫ আর্থিক বছরের প্রথম আট মাসে সারা দেশে ১১.৭০ লক্ষেরও বেশি শিশু স্কুলের গণ্ডিতেই যায়নি নয় নামেমাত্র গিয়ে স্কুল ছেড়েছে । লোকসভায় কেন্দ্র যে তথ্য দিয়েছে তা থেকে জানা গিয়েছে, এই স্কুলছুটের নিরিখে আবার বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্যই। শীর্ষে রয়েছে, যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। সেখানে এই সংখ্যাটি হল ৭.৮৪ লক্ষ অর্থাৎ দেশের মোট স্কুলছুট শিশুর ৬০%। তার পরে রয়েছে ঝাড়খণ্ড। ওই রাজ্যে স্কুল ছুটের সংখ্যা ৬৫ হাজারেরও বেশি। এবং অসমে ৬৩ হাজারেরও বেশি৷ মূলত আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে ঝাড়খণ্ডের এই পরিস্থিতি প্রকট।
সংসদে একটি লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরি বলেছেন, যে এই ধরনের স্কুলছুট শিশুর সংখ্যা সর্বাধিক উত্তরপ্রদেশে। বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্র্য, অভিভাবকদের অজ্ঞতা এবং স্কুলে শিক্ষার নিম্নমানের কারণে এই রাজ্যগুলিতে শিক্ষার এই হাল। এখানে সরকারের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র বৃহৎ পরিকাঠামো প্রকল্প এবং ধর্মীয় নানান প্রকল্পে সীমাবদ্ধ হওয়ায় শিক্ষা বিষয়টি পিছিয়ে যাচ্ছে।
শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ তার নিজস্ব পোর্টালে বিভিন্ন রাজ্যের স্কুল পড়ুয়াদের এবং স্কুলছুট শিশুদের সম্পর্কিত তথ্য সরবরাহ করে। আর সেই তথ্য বলছে, সারা দেশে ১১.৭০ লক্ষেরও বেশি শিশু স্কুলের বাইরে।
সরকারি তথ্য অনুযায়ী, স্কুলছুট শিশুদের পুনরায় স্কুলে ফিরিয়ে আনতে উত্তরপ্রদেশের মাত্র ৩৫ শতাংশ শিশু নাম নথিভুক্ত করেছে। এই পরিসংখ্যানও যথেষ্ট আশঙ্কাজনক। তবে সবচেয়ে বেশি চিন্তার কারণ গেরুয়া শাসিত রাজ্যগুলিতে এই প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা ওই তথ্যে স্পষ্ট।