December 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

অভিনেতাকে অপহরণ করে অত্যাচার, শেষে এতো লক্ষ দিয়ে বাঁচলেন 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

মেডিয়ান সুনীল পালের পর এবার অভিনেতা মুস্তাক খানের অপহরণে শোরগোল মুম্বই জুড়ে। ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা মুস্তাক খানকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর নাম করে অপহরণ করা হয়।

মুস্তাক জানিয়েছেন, দিল্লি-মিরাট হাইওয়েতে তাঁকে নির্যাতন করা হয়। অভিনেতাকে ২০ নভেম্বর মিরাটে একটি অ্যাওয়ার্ড শোতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তার জন্য বিমানের টিকিট বুক করে দেওয়া হয় অভিনেতাকে। শুধু তাই নয়, সেই সঙ্গে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় টাকাও। দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পরই তাঁর জন্য একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। সেই গাড়িই মুস্তাককে গন্তব্যে পৌঁছে দেবে। এমনটাই জানতেন অভিনেতা।

অভিনেতার মতে, এক কোটি টাকা দাবি করে অপহরণকারীরা। তারপরে সেই টাকার জন্য প্রায় ১২ ঘণ্টা অত্যাচর করা হয় মুস্তাককে। শেষ পর্যন্ত অভিনেতার থেকে দু’লাখের বেশি টাকা মুক্তিপণ নেয় তাঁরা। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। বিমানের টিকিট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য বিমানবন্দরের সামনে সিসিটিভি ফুটেজ সবই প্রমাণ রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Related Posts

Leave a Reply