ভিক্ষুকদের টাকা দিয়েছেন কী আপনার নামে লাগলো লাল কালি
ভাবছেন তো এ আবার কেমন কথা! ভিক্ষুকদের ভিক্ষা দেওয়া নিয়ে কেনই বা এত ঝামেলা? আসা যাক আসল কথায়। জানা গেছে, ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ভোপালের ইন্দোর। সেখানকার প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে নতুন বছরের প্রথম দিন থেকেই সেখানকার রাস্তা ভিক্ষুকমুক্ত করা হবে।
ভোপালের জেলা কালেক্টর আশিস সিং জানান, ইতিমধ্যে ইন্দোর শহরে ভিক্ষা দেওয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ডিসেম্বরের শেষ দিন অবধি মানুষের সচেতনতা বাড়াতে প্রশাসনের তরফে প্রচার চালানো হবে।
তিনি পরিষ্কার জানান, নতুন বছরের পয়লা তারিখ থেকে যদি কাউকে ভিক্ষা দিতে দেখা যায়, তাহলে তাঁর বিরুদ্ধে দায়ের হবে এফআইআর। ইন্দোরের মানুষকে ভিক্ষা দেওয়া থেকে দূরে থাকার অনুরোধ জানানো হচ্ছে।
ইন্দোর প্রশাসন সূত্রে খবর, অভিযান চলাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। রিপোর্ট তৈরির সময় দেখা যায় অনেক ভিক্ষুকদের পাকা বাড়ি রয়েছে। অনেকের সন্তানরা ব্যাঙ্কে কাজও করেন। পাশাপাশি একজন ভিক্ষুকের থেকে ২৯ হাজারেরও বেশি টাকা পাওয়া গেছে বলে খবর।
মধ্যপ্রদেশের সমাজকল্যাণ মন্ত্রী নারায়ণ সিং কুশওয়াহা বলেন, ইন্দোরের একটি বেসরকারি সংস্থা সরকারকে এই কর্মসূচিতে সাহায্য করছে। সংগঠনটি ভিক্ষুকদের ছয় মাসের জন্য আশ্রয় দেবে এবং তাঁদের জন্য কাজ খোঁজার চেষ্টা করবে বলে খবর।