January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

‘পুষ্পা’-র সমস্যা দ্বিগুন,  কংগ্রেস নেতার নয়া অভিযোগ, হাজিরা থানায়

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
সিনেমার আয় দেড় হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে। কিন্তু ‘পু্ষ্পা’র মনে শান্তি নেই। এক পদপিষ্ট কাণ্ডে রক্ষে নেই, দোসর কংগ্রেস নেতার নয়া অভিযোগ। এবারে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার একটি দৃশ্য নিয়ে আপত্তি উঠেছে। অভিযোগ, তাতে পুলিশ কর্মীদের অপমান করা হয়েছে। তার জেরেই থানায় অভিযোগ করেছেন তেলেঙ্গানার কংগ্রেস নেতা তিনমার মাল্লান্না।

তেলেঙ্গানা আইন পরিষদে এমএলসি তিনমার মাল্লান্না। সংবাদমাধ্যম সূত্রে যা জানা গিয়েছে সেই অনুযায়ী, আল্লু অর্জুন, পরিচালক সুকুমার ও ‘পুষ্পা ২’ সিনেমার প্রযোজকদের বিরুদ্ধে হায়দরাবাদের মেদিপল্লি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। আপত্তি কোন দৃশ্য নিয়ে? ছবির একটি দৃশ্যে ফাহাদ ফাজিল অভিনীত চরিত্র এসপি ভঁওয়ার সিং শেখাওয়াতকে সুইমিং পুলে ফেল দেয় ‘পুষ্পা।’ তারপর মদ্যপ অবস্থায় সেই সুইমিং পুলেই সে মূত্রত্যাগ করে।

কংগ্রেস নেতার অভিযোগ, এমন দৃশ্য পুলিশবাহিনীর জন্য অত্যন্ত অপমানজনক। তাঁর দাবি, অবিলম্বে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। এদিকে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনায় ফের বিপাকে আল্লু অর্জুন। ১৩ ডিসেম্বরের গ্রেপ্তারের পর জামিনে মুক্ত সুপারস্টার। সোমবারই ফের তাঁকে হায়দরাবাদ পুলিশের পক্ষ থেকে সমন দেওয়া হয়।

Related Posts

Leave a Reply