January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আপনার সন্তানের ব্যবহার খেয়াল রাখুন, কিশোরদের সুইসাইড বম্বার তৈরি করাই এদের একমাত্র লক্ষ্য

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

কিশোরদের মগজধোলাই করে সুইসাইড বম্বার তৈরি করাই ছিল লক্ষ্য। তবে সেই উদ্দেশ্য সিদ্ধির আগেই এসটিএফের জালে ধরা পড়ে অসম, কেরল এবং পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হওয়া আট জঙ্গি। ধৃত জঙ্গিদের লাগাতার জেরা করে এমনই তথ্য মিলেছে বলে চাঞ্চল্যকর দাবি করেছে অসম পুলিশের এসটিএফ। এদের মধ্যেই রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধৃত মিনারুল শেখ এবং মহম্মদ আব্বাস।

অসম এসটিএফের দাবি ধৃতরা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-উল্লাহ বাংলা টিমের সদস্য। তদন্তকারীরা জানান, ধৃত মিনারুল ও আব্বাসের দায়িত্ব ছিল এলাকার ১২ থেকে ১৬ বছর বয়সি ছেলেমেয়েকে চিহ্নিত করে তাদের মাদ্রাসায় নিয়ে আসা। মাদ্রাসায় মগজধোলাই এর পরবর্তী পর্বটা চালানোর পরিকল্পনা হয় । উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিশোর-কিশোরীদের প্রশিক্ষণ দিয়ে অন্তত ৩০ জন সুইসাইড বম্বারের তৈরি করতে কাজে নেমেছিল তারা। পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় এখনও কয়েক জন জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে রাজ্য পুলিশকে সতর্ক করেছে অসম এসটিএফ।

অসম এসটিএফের দাবি, উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি করিডরের চারটি গ্রাম চিহ্নিত করেছিল জঙ্গিরা। সেখানে স্থানীয় মহিলাদের আর্থিক সাহায্য দিয়ে দলে টানাই ছিল লক্ষ্য। তাঁদের ঢাল করেই বিএসএফ-কে আটকানোর পরিকল্পনা করেছিল জঙ্গিরা। বিএসএফের আউটপোস্ট এবং জেলা পুলিশের দফতরে এভাবেই নাশকতার ছক করেছিল তারা।  ধৃতদের জেরা করে যা তথ্য উঠে এসেছে, তার রিপোর্ট ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। সেই মতো সীমান্ত রাজ্যগুলিকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Posts

Leave a Reply