দক্ষিণ কোরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নেবে আমেরিকা
কলকাতা টাইমসঃ
উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তির পর মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া থেকে সেনাঘাঁটি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সামরিক খাতের অতিরিক্ত খরচ বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রাম্প অবশ্য বলেন ‘দক্ষিণ কোরিয়া থেকে সেনা সরিয়ে আনার বিষয়টি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনার কোনো অংশ ছিল না। আলোচনার টেবিলেও ওটা তোলা হয়নি। আমি নিজেই চাই সেনারা কোরীয় উপদ্বীপ থেকে ফিরে আসুক।’
দক্ষিণ কোরিয়ায় সাড়ে ২৮ হাজার সেনা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। উত্তর কোরিয়া দীর্ঘদিন থেকে এসব সেনা ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছে। কিমের সঙ্গে গত মঙ্গলবার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনেও কোরীয় উপদ্বীপ থেকে মার্কিন সেনা ফিরিয়ে নেওয়ার কথা বলেছিলেন ট্রাম্প। সেনা প্রত্যাহার ছাড়াও দক্ষিণ কোরিয়ায় সামরিক মহড়া স্থগিতের পরিকল্পনাও করেছে আমেরিকা।