সালাহ -কে দলের হার দেখাতে বসিয়ে রাখলেন মিশরের কোচ !
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমসঃ
নিজের দলের সেরা খেলোয়াড়কে বসিয়ে রেখে দেশের জন্য হার উপহার দিলেন মিশরীয় কোচ। আগামী দিনে ব্যালন ডিআরের দাবিদার, যাকে মেসি-রোনাল্ডোর পরবর্তী প্রজন্ম হিসেবে ভাবা শুরু করেছে গোটা বিশ্ব তাকেই কিনা বসিয়ে রাখা হলো ম্যাচ জুড়ে? বিশেষজ্ঞদের ধারণা এ-গ্রূপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে সালাহকে বসিয়ে রাখাটা শুধু অপরাধ নয়, ঐতিহাসিক ভুল।
যার খেসারত স্বরূপ হোসে মারিয়া গিমেনেসের গোলে মিশরকে ১-০ গোলে হারিয়ে দিলো দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। ৮৮ মিনিট পর্যন্ত মিশরের গোলকিপারের অনবদ্য পারফর্মেন্সও শেষ রক্ষা করতে পারলো না। ৮৯ মিনিটের এক অসাধারণ গোলে হেরে গেলো সালাহর স্বপ্ন। যদিও আরও অনেক বেশি গোলে হারতে পারতো ইজিপ্ট। অন্তত তিন তিনটি সহজ সুযোগ নষ্ট করেছে উরুগুয়ে স্ট্রাইকার সুয়ারেজ। মিশরের গোলরক্ষকের আজকের খেলা তাকে সেদেশে নায়ক করে রাখবে। কিন্তু কোচের তুলোধোনা শুরু হয়েছে ইতিমধ্যেই।