নেইমার -২৬, বিশ্বজুড়ে তারকারা জ্বলে উঠেছেন ঠিক এই বয়েসেই ! তবে কি…….
কলকাতা টাইমসঃ
গত বিশ্বকাপে ৭-১ গোলে হারের দুঃস্বপ্ন ভুলে চার বছর পরে রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে কলঙ্কমুক্ত করবেন নেইমার, এমন আশায় বুক বেধেঁ আছেন তাঁর ভক্তরা। তার একটা কারণ বিশ্বকাপে সেরা তারকারা যে বয়সে জ্বলে উঠেছেন, ক্যারিয়ারের ঠিক সেই জায়গাতেই আছেন এখন ২৬ বছর বয়সি নেইমার। গত ফেব্রুয়ারিতেই তার ২৬ বছর পূর্ণ হয়েছে। ১৯৮৬ বিশ্বকাপে প্রায় একার হাতে দেশকে জেতানো দিয়েগো ম্যারাডোনার বয়স ছিল ২৬।
১৯৯০ বিশ্বকাপে সালভাতোর স্কিলাচি ২৫ বছর বয়েসেই বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছিলেন। ১৯৮২ সালে পাওলো রোসি একই কাণ্ড করে দেখান ২৬ বছর বয়েসে। ১৯৯৪ সালে ইতালিকে বিশ্বকাপ জিতিয়ে দেওয়ার মুখে নিয়ে আসা রবার্তো বাজ্জোর বয়স ছিল ২৭। ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে যখন জোড়া গোল করে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করেছিলেন তখন জিনেদিন জিদানের বয়স ছিল ২৬। নেইমার কি পারবেন ইতিহাসের পুনরাবৃত্তি করতে?