November 1, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আফগান প্রেসিডেন্ট নরম হতেই একসঙ্গে ৩০ সেনাকে খতম করলো তালিবানরা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

আফগান প্রেসিডেন্টের যুদ্ধ বিরতি বৃদ্ধির আহ্বান উড়িয়ে দিয়ে এযাবৎকালের সবচেয়ে বড়ো হামলা হালাল তালিবান জঙ্গিগোষ্ঠী। আফগানিস্তানে আজ দেশের পশ্চিমাঞ্চল বাদঘিজে তালিবানের আক্রমণে ৩০ আফগান সেনা নিহত হয়েছেন। ঈদের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো সামরিক বাহিনীর ওপর এই হামলা চালালো সশস্ত্র তালিবানরা।

তালিবানের এবং আফগান সরকারের তিনদিনের যুদ্ধবিরতি গত রবিবার (১৭ জুন) শেষ হয়। যদিও ঈদকে কেন্দ্র করে ঘোষণা করা এক অভূতপূর্ব যুদ্ধবিরতির মধ্যে কয়েক ডজন তালেবান জঙ্গি অস্ত্র ছাড়াই আফগানিস্তানের রাজধানীতে প্রবেশ করেছিলো বলে খবর। গত শনিবার কাবুলের মেহমানরা চেকপোস্টগুলিতে নিজেদের অস্ত্র জমা দিয়ে জঙ্গিরা শহরে প্রবেশ করে। এরপর আফগান সেনারা তালিবান যোদ্ধাদের সাথে কোলাকুলি করেন যা দেখে অনেকে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি।

 

Related Posts

Leave a Reply