প্রশ্নফাঁস আটকাতে আলজেরিয়ায় পরীক্ষার সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ
কলকাতা টাইমসঃ
আলজেরিয়ায় প্রশ্ন ফাঁস আটকাতে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত পরশু শুরু হওয়া হাই স্কুলের ডিপ্লোমা পরীক্ষা চলার সময় মোবাইল এবং ফিক্সড লাইনের ইন্টারনেট বন্ধ করে রাখছে সেদেশের পরীক্ষা নিয়ামক সংস্থা।
পরীক্ষা চলবে ২৫ জুন পর্যন্ত। জানা গেছে, পরীক্ষা চলাকালীন প্রতিদিনই এক ঘণ্টা করে ইন্টারনেট বন্ধ থাকবে। ২০১৬ সালে পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা চলার সময় ব্যাপকহারে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এই বছর এই বিশেষ ব্যবস্থা নিলো সরকার।
বিষয়টি নিশ্চিত করে আলজেরিয়ার শিক্ষামন্ত্রী নৌরিয়া বেনঘাবরিত আলজেরিয়ান সংবাদমাধ্যমকে বলেন, পরীক্ষার পুরো সময়টাতে সারা দেশে ফেসবুক বন্ধ থাকবে। এছাড়া ইন্টারনেট সেবা বন্ধের পাশাপাশি দুই হাজার পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেকটর বসানো হয়েছে। যেন শিক্ষক-শিক্ষার্থী কেউ কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করতে পারে।