সুইৎজারল্যান্ডের খেলোয়াড়দের বিতর্কিত উচ্ছাস নিয়ে তদন্ত শুরু করলো ফিফা
কলকাতা টাইমসঃ
প্রথমে এগিয়ে থাকলেও শুক্রবারের ম্যাচে গ্রানিত শাকা আর জেরদান শাকিরির গোলে সুইৎজারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে যায় সার্বিয়া। গোল করার পর গোলদাতাদের উদযাপন বাঁধভাঙা হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে সুইস খেলোয়াড়দের বিতর্কিত কিছু অঙ্গভঙ্গি নিয়ে তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গ্রানিত শাকা আর জেরদান শাকিরি দুজনই জাতিগতভাবে আলবেনীয় এবং তারা কসোভো থেকে সুইজারল্যান্ড পাড়ি জমিয়েছেন। এই কসোভোতেই সার্বিয়া আলেবনীয় জনগণের ওপর নির্যাতন চালিয়ে ছিল যা ১৯৯৯ সালে ন্যাটোর হস্তক্ষেপে বন্ধ হয়।
গোল করার পর দু’জনই হাত দিয়ে ঈগলের মতো ভঙ্গি করেছেন এবং এই ঈগল আলবেনিয়ার পতাকারই প্রতীক। ঠিক এই কারণেই ক্ষিপ্ত সার্বিয়ার ফুটবল ভক্তরা। কসোভোর সার্বিয়ার একটি প্রদেশ ছিল যা ১০ বছর আগে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। শুরুতে কসোভোকে স্বীকৃতি দিতে চায়নি সার্বিয়া। কসোভোর অধিকাংশ মানুষই আলবেনীয়।তবে এই উদযাপনের সঙ্গে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই বলেই জানিয়েছেন গ্রানিত শাকা ও জেরদান শাকিরি।