November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ইরানের সঙ্গে সংঘাতে যেতে ভয় পাচ্ছে আমেরিকা !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ইরানের সঙ্গে সামরিক সংঘাতের ব্যাপারে আমেরিকার অক্ষমতার কথা স্বীকার করে নিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেছেন, আমেরিকা ইরানের সঙ্গে সামরিক সংঘাতে যেতে চায় না। বার্তা সংস্থা রয়টার্সকে পম্পেও জানিয়েছে, তিনি কখনোই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে কথা বলেননি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ইরানকে কোনো ভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।

যদিও ইরান শুরু থেকেই বলে এসেছে, তারা পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। ইরান শুধুমাত্র অসামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহার করতে চায়। এছাড়া, বিশ্বের সমস্ত দেশগুলোর পরমাণু কর্মসূচি তদারকি করার একমাত্র বৈধ প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ এখনও পর্যন্ত তার সবগুলো প্রতিবেদনেই উল্লেখ করেছে, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং এই কর্মসূচিতে সামরিক কাজ পরিচালিত হয়নি।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে তার দেশকে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বের করে নেন।

এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের বিরুদ্ধে ‘নজিরবিহীন’ নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। তিনি ইরানের সঙ্গে নতুন করে পরমাণু সমঝোতা স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন এবং তেহেরানকে বেশ  কিছু পূর্বশর্ত দেন। ইরান এসব শর্ত প্রত্যাখ্যান করেছে।

 

Related Posts

Leave a Reply