হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিকে সপরিবারে রেস্তোরা থেকে তাড়িয়ে দেওয়া হলো !
কলকাতা টাইমসঃ
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্সকে ভার্জিনিয়ার একটি রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে লেক্সিংটনের রেড হেন রেস্তোরাঁয় এ ঘটনা ঘটেছে। সম্প্রতি অবৈধ অভিবাসীদের কাছ থেকে তাদের সন্তানদের আলাদা করার সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। আর এই ধরনের অমানবিক কা্জের প্রতিবাদেই ট্রাম্পের প্রতিনিধি হিসেবে স্যান্ডার্সকে রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রেস্তোরাঁটির এক মালিক স্টেফানি উইলকিনসন জানান, রেস্তোরাঁ কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিকে বেরিয়ে যেতে বলা হয়েছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের অমানবিক কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা সারাহ স্যান্ডার্স ও তার পরিবারকে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যেতে বলেছি। তিনি জানান, বেরিয়ে যেতে বলার পর স্যান্ডার্স বলেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি।