মারাদোনার বায়োপিক বানাচ্ছেন অস্কার জয়ী পরিচালক আসিফ কাপাডিয়া
কলকাতা টাইমসঃ
কালো-সাদায় মেশানো তাঁর জীবনযাপন। কখনও খলনায়ক। কখনও ফুটবল পায়ে তিনিই কোটি মানুষের আত্মার আত্মীয়। মারাদোনার এমন বর্ণময় জীবন রূপালি পর্দায় তুলে ধরার কথা অনেক দিন আগেই ভেবেছিলেন লন্ডনের এক পরিচালক। গায়ক অ্যামি উইনহাউসের জীবন নিয়ে তথ্যচিত্র বানিয়ে যিনি ইতিমধ্যেই অস্কার জিতেছেন। আসিফ কাপাডিয়া নামের সেই পরিচালক এবার মারাদোনার জীবনী রূপোলি পর্দায় তুলে ধরতে চলেছেন। আগামী বছরের শেষে মুক্তি পাবে মারাদোনার বায়োপিক। আর্জেন্টাইন তারকার ব্যক্তিগত জীবনের বহু অজানা তথ্য উঠে আসবে এই তথ্যচিত্রে। এমনটাই জানিয়েছেন আসিফ।
শুটিং শুরু হয়েছিল অনেকদিন আগেই। মারাদোনা নিয়মিত সময়ও দিচ্ছিলেন। তবে সমস্যা ছিল অন্য জায়গায়। কিছুতেই মনের মতো ‘শট’ পাচ্ছিলেন না পরিচালক। কারণ তিনি চাইছিলেন, মারাদোনা বেশ কিছু শট যেন অভিনীত না হয়। সেগুলো যেন হয় তাঁর জীবনের কোলাজ। অনেকেই বলছেন, রাশিয়া বিশ্বকাপে এসে এতদিন পর আসিফ কাপাডিয়ার লক্ষ্যপূরণ হয়েছে। আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে গ্যালারিতে দাঁড়িয়ে মারাদোনার অদ্ভুত সব অঙ্গভঙ্গি তথ্যচিত্রের জন্য খোরাক জুগিয়েছে আসিফকে। নিজের অজান্তেই মারাদোনা বেশ কিছু নজরকাড়া ‘শট’ দিয়ে ফেলেছেন পরিচালককে।