ভারতের বৈধ নাগরিক হয়েও ভিনদেশি হিসেবে জেল খাটলেন ১০২ বছরের বৃদ্ধ!
কলকাতা টাইমসঃ
আসামের বরাক উপত্যকার একজন দিনমজুর ১০২ বছর বয়সী চন্দ্রধর দাস। ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে আসায় তিনি আইনত ভারতের নাগরিক। কিন্তু তার পরেও সম্প্রতি তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এরপর প্রায় তিন মাস জেল খেটে গত বুধবার জামিনে মুক্তি পেয়েছেন তিনি।
তার আইনজীবী সৌমেন চৌধুরী জানান, বয়সের কারণে কয়েকবার ভোট দিতে যেতে পারেননি চন্দ্রধর। তাই তাকে সন্দেহজনক ভোটার বা ‘ডি-ভোটার’ বলে চিহ্নিত করা হয়। পরে নির্বাচন কমিশনের ভেরিফিকেশনে দেখা যায় যে তিনি আসল ভোটার। তাই আবারও তার নাম উঠেছে ভোটার তালিকায়। কিন্তু ওই যে একবার ‘ডি-ভোটার’ হয়ে গিয়েছিলেন, সেই ভিত্তিতেই পুলিশ তার নামে কেসটা জিইয়ে রেখে দিয়েছিল। গত মার্চ মাসে পুলিশ চন্দ্রধর দাসকে আটক করে। আসামের বিদেশি ট্রাইব্যুনাল একতরফা রায় দিয়ে তাকে বিদেশি বলে চিহ্নিত করেছিল। অথচ ১৯৭১ সালের ২৫ মার্চের পরে যারা ভারতে এসেছেন, তাদেরই শুধু বিদেশি বলে চিহ্নিত করার কথা।