জেলবন্দী ৪৭১ জন ভারতীয় নাগরিককে মুক্তি দিচ্ছে পাকিস্তান !
কলকাতা টাইমসঃ
মৎস্যজীবীসহ ৪৭১ জন ভারতীয় নাগরিক বন্দি রয়েছেন পাকিস্তানের জেলে। পাকিস্তানের জেলে থাকা এই বন্দিদের মুক্তি দিতে চলেছে পাকিস্তান। বন্দীদের সম্পূর্ণ তালিকা রবিবার দিল্লিকে পাঠিয়ে দিলো ইসলামাবাদ। তাছাড়া কয়েকদিনের মধ্যেই পাকিস্তানি বন্দীদেরও মুক্তি দেওয়ার কথাও পাক হাইকমিশনারকে জানিয়ে দিয়েছে ভারত। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানাচ্ছে, ভারতীয় বন্দীদের বেশিরভাগই মৎস্যজীবী। বিগত কয়েক বছরে মোট ৪১৮ মৎস্যজীবী এবং অনুপ্রবেশকারী সন্দেহে ৫৩ ভারতীয়কে বন্দী করে পাকিস্তান।
২০০৮ সালের ২১ মে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে বন্দী প্রত্যার্পন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে প্রত্যেক বছর ১ জানুয়ারি ও ১ জুলাই ভারত-পাকিস্তান বন্দীদের মুক্তির ব্যবস্থা করে। সেই নিয়ম মেনেই বন্দীদের মুক্ত করতে চলেছে পাকিস্তান।