November 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ফিফার কাছে ‘ফেয়ার প্লে’ নিয়ম পুনর্বিবেচনার আর্জি জানালো সেনেগাল

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ফিফা’র ‘ফেয়ার প্লে’ নিয়মের জেরে এবার রাশিয়া বিশকাপ থেকে বিদায় নিতে হয়েছে সেনেগালকে। আর এই নিয়ম পুনর্বিবেচনা করার জন্য বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা’র কাছে আবেদন জানালো সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)।

গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে যায় সেনেগাল। এর ফলে এইচ-গ্রুপের তৃতীয় দল হিসেবে তারা প্রথম রাউন্ড শেষ করে। কারন জাপানের সঙ্গে পয়েন্টে এবং গোল ব্যবধান সমান থাকা সত্বেও শুধুমাত্র বেশি হলুদ কার্ড দেখার কারণে তাদের ছিটকে যেতে হয়। কার্ড কম দেখায় জাপান পরের রাউন্ডে উঠে যায়। এবারই প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বে ‘ফেয়ার প্লে’ নিয়ম চালু হয়েছে। সেনেগাল ফুটবল ফেডারেশনের মুখপাত্র কারা থিওনে সংবাদমাধ্যমকে জানান, ভবিষ্যতে ফিফার এই আইন নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে। ফিফা নতুন আইন প্রবর্তন করেছে ঠিকই, কিন্তু এই ধরনের আইন কি সত্যিই সমস্যার সমাধান করতে পারবে।

এফএসএফ’র পক্ষ থেকে ফিফাকে দুটি চিঠিদেওয়া হয়েছে। এর মধ্যে একটি ফেয়ার প্লে আইনের বিরোধিতা করে, আর একটি কলম্বিয়া-সেনেগাল ম্যাচের রেফারির মান নিয়ে। আসলে ‘ফেয়ার প্লে’ নিয়মে বিশ্বকাপ থেকে বিদায়টা কোনও ভাবেই মেনে নিতে পারছে না সেনেগাল ফুটবল ফেডারেশন।

 

Related Posts

Leave a Reply