January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

গাজায় ইসরায়েলি সেনার গুলিতে ৫৫ সাংবাদিক আহত হন, মৃত ২ সাংবাদিক !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

প্যালিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে ৫৫ জন সাংবাদিক আহত হয়েছেন বলে খবর। এক বিবৃতিতে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় আসা ১২৫ সংবাদকর্মীর মধ্যে ৫৫ জন ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছেন। মে মাসে আসা সাংবাদিকদের মধ্যে ইসরায়েলি সেনাদের আক্রমণে নয়জন গুলিবিদ্ধ, আটজন বিস্ফোরণে, ১৭ জন গ্যাসবোমা ও ২১ বিভিন্নভাবে আহত হয়েছে।

এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে সংবাদ মাধ্যমের চারটি ওভি ভ্যানে গ্যাসবোমা হামলা চালায় বলেও উল্লেখ করা হয়। প্যালিস্তিনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, গত মার্চ থেকে এখনো পর্যন্ত ১২৩ জন প্যালিস্তিনি মারা গিয়েছেন। তাদের মধ্যে ১২ জন শিশু, ২ জন ডাক্তার এবং ২ জন সাংবাদিক রয়েছেন। এছাড়া ১৩ হাজার ৬৭২ জন মানুষ আহত হয়েছেন। যাদের মধ্যে ৭ হাজার ৪৫১ জন সরাসরি ইসরাইলি সেনাদের গুলিতে আহত হয়।

 

Related Posts

Leave a Reply