January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

হীরের আংটিতে বিশ্বকাপ জয় সেলিব্রেশট করলেন ফ্রান্স ফুটবলার আঁতোয়া গ্রিজমান 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিশ্বকাপ জয়ের পর সেলিব্রেশন তো হবেই৷ আর সেই সেলিব্রেশন যদি হয় হীরের আংটি দিয়ে- তা হলে তো কথাই নেই৷ এবার তাই হীরের আংটিতেই বিশ্বকাপ জয় সেলিব্রেশট করলেন ফ্রান্স ফুটবলার আঁতোয়া গ্রিজমান৷

মার্কিন স্পোর্টসের বড় ভক্ত গ্রিজু৷ সেখানকার এনবিএ বা এনএফএল লিগের খেলায় চ্যাম্পিয়ন দল হীরের আংটি স্মারক হিসেবে পায়৷ সেই রীতিকে নকল করে গ্রিজমানও চান ফ্রান্সের চ্যাম্পিয়ন দলের সেলিব্রেশন হোক হীরের আংটি দিয়ে৷

যেমন ভাবনা, তেমন কাজ৷ ফরাসি ফরোয়ার্ড ইতিমধ্যেই নাকি মার্কিন এক জুয়েলারি সংস্থাকে এই আইডিয়ার কথা জানিয়েছেন৷ তাঁর আবদার হীরার আংটিতে থাকুক লাল-নীল ও সাদা রঙের নানা পাথর৷ সেই সঙ্গে আংটিতে লেখা থাক ‘বিশ্বচ্যাম্পিয়ন’ শব্দটি৷ ইনস্টাগ্রামে আংটির একটি মডেল ছবিও পোস্ট করেছেন গ্রিজমান৷

সেই সঙ্গে তাঁর পোস্টে ড্র্যাকি’র বিগ রিং নামক পপ গানের দু’লাইন জুড়ে দিয়েছেন৷ ইন্টাগ্রামে গ্রিজমান লিখেছেন, ‘Cause I got a really big team And they need some really big rings’ দু’দশক পর ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স৷ সেই জয়ে গ্রিজমানের ভূমিকা ছিল উল্লেখযোগ্য৷ টুর্নামেন্টে মোট চারটি গোল করেন ফরাসি এই স্ট্রাইকার৷

Related Posts

Leave a Reply