অধিনায়ক হিসেবে বিরাট কোহলির কলঙ্কের রেকর্ড !
কলকাতা টাইমসঃ
ভারতীয় অধিনায়ক হিসেবে বিরাট কোহলির কলঙ্কের রেকর্ড। অধিনায়ক হিসেবে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড স্পর্শ করলেন কোহলি। আহমেদাবাদের মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টে শূন্য রানে আউট হওয়ার পরই এই অনন্য নজির গড়েন তিনি। টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শূন্য রয়েছে মহেন্দ্র সিং ধোনির (৮টি)। কোহলিরও আজ (৮টি) শূন্য। এই তালিকায় পরের দুটি নাম মনসুর আলি খান পতৌদি এবং কপিল দেব। পতৌদি ৭ বার এবং কপিল দেব ৬ বার টেস্টে শূন্য রানে আউট হয়েছেন।
পরিসংখ্যান বলছে, কোহলি তিন ফরমেটেই ভারতীয় অধিনায়ক হিসেবে লজ্জার রেকর্ড গড়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছেন।অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন সৌরভ। বর্তমানে সেই একই সংখ্যায় দাঁড়িয়ে বিরাট কোহলিও। ১১টি শুন্য নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ধোনি। চতুর্থ কপিল দেব, তার ঝুলিতে ১০টি শুন্য।