অস্ট্রেলিও সিনেটরের অপসারণ চেয়ে ১০ লক্ষ মানুষের সাক্ষর

কলকাতা টাইমসঃ
ক্রাইস্টচার্চের মসজিদে জঙ্গি হামলায় ৫০ জন নিহত হয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে করা বিরূপ মন্তব্যের জন্য অস্ট্রেলীয় সিনেটর ফ্রেজার অ্যানিংকে সরানোর জন্য ইতিমধ্যেই দশ লাখ মানুষ সাক্ষর করেছেন পিটিশনে। অস্ট্রেলিয়ার ইতিহাসে যা সবচেয়ে বড় অনলাইন পিটিশনের ঘটনা।
গত শুক্রবার ক্রাইস্টচার্চে মসজিদে হামলার পরপরই বিকেলে একটি বিবৃতি দেন ওই সিনেটর। ফ্রেজার অ্যানিংয়ের এই অদ্ভুত বিবৃতিতে ক্ষুব্ধ হয় অনেকেই। অনলাইনে সমালোচনার ঝড় বয়ে যায়। খোদ অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনও সিনেটরের মুসলিমবিদ্বেষী মন্তব্যের নিন্দা করেন।