January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

আজব : ২০১৯ এবং ১৮৯৫ এর ক্যালেন্ডার কোনটা কার বলতে পারবেন না !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
প্রকৃতি নাকি তার চক্র পুরণ করবেই। অর্থাৎ যে ঘটনা আজ ঘটেছে এটা ভবিষ্যতে হবেই। তার মানে ইতিহাসের পুনরাবৃত্তি এইভাবেই হয়ে থাকে! পুরনো বছরের শতাব্দী প্রাচীন ক্যালেন্ডারও হুবহু মিলে যায় চলতি বছরের ক্যালেন্ডারের সঙ্গে। এই নিয়েই আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে ১৮৯৫ সালের ক্যালেন্ডার। ২০১৯ সালের ক্যালেন্ডার একদমই ১৮৯৫ সালের দিনক্ষণ মেনে চলছে, তা দেখা যাচ্ছে এই পোস্টে। জানা যাচ্ছে যে, এটাই প্রথম বারের জন্য নয়। গত ১২৩ বছরে ১৩ বার বার্ষিক ক্যালেন্ডার সমান হয়েছে এমন দেখা গিয়েছে। এই চক্রাকার পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ের পরে বিগত কোনো বছরের ক্যালেন্ডারের পুনরাবৃত্তি হয়ে থাকে।

তেমনই একটি বছর হল ২০১৯। এটি ‘যমজ’ বা ‘অনুরূপ’ বছরও বলা হচ্ছে। কোনো পার্থক্যই নেই ১৮৯৫ সালের সঙ্গে ২০১৯ এর ক্যালেন্ডারের। দু’টি ক্যালেন্ডারেই বছর শুরু হচ্ছে মঙ্গলবারেই। অগত্যা ২০১৯ মঙ্গলের সঙ্গে শেষ হয় কি না, সেটাই দেখার।

Related Posts

Leave a Reply