আত্মবিশ্বাসী ইন্দ্রানী মেয়েকে মারার আগেও করেছিলেন রূপচর্চা
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
সন্ধেবেলা মেয়েকে খুন করবেন | ঠিক করে রেখেছেন আগেই | তার আগে সকালবেলা মা গেছিলেন বিউটি পার্লারে সাজতে | শুনতে অবিশ্বাস্য লাগলেও এরকমই করেছিলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায় | আদালতে সাক্ষ্য দিতে এসে জানালেন অ্যাঞ্জেলি চুং | মুম্বইয়ের ওরলিতে একটি বিউটি পার্লারের মালকিন |
আদালতে দাঁড়িয়ে শীনাকে শনাক্তও করার পর অ্যাঞ্জেলি জানান, গত ২৪ এপ্রিল‚ ২০১২ সকাল সোয়া দশটায় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ইন্দ্রাণী | গত ১০-১২ বছর ধরে তিনি নিয়মিত যেতেন ওই পার্লারে | ৬ বছর আগে ২৪ এপ্রিল তিনি চুলে রং করান | এছাড়াও থ্রেডিং ও নেইল পেইন্টও করান | প্রায় দেড় ঘণ্টা তিনি ছিলেন পার্লারে | সিবিআইয়ের অভিযোগ ২০১২-র ২৪ এপ্রিল রাতে চলন্ত গাড়িতে শীনার শ্বাসরোধ করে খুন করেন ইন্রাণী | আরও দুই ষড়যন্ত্রী ছিল ইন্দ্রাণীর দ্বিতীয় পক্ষের স্বামী সঞ্জীব খন্না এবং গাড়ির চালক শ্যাম রাই |
আদালতে দাঁড়িয়ে শীনাকে শনাক্তও করার পর অ্যাঞ্জেলি জানান, গত ২৪ এপ্রিল‚ ২০১২ সকাল সোয়া দশটায় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ইন্দ্রাণী | গত ১০-১২ বছর ধরে তিনি নিয়মিত যেতেন ওই পার্লারে | ৬ বছর আগে ২৪ এপ্রিল তিনি চুলে রং করান | এছাড়াও থ্রেডিং ও নেইল পেইন্টও করান | প্রায় দেড় ঘণ্টা তিনি ছিলেন পার্লারে | সিবিআইয়ের অভিযোগ ২০১২-র ২৪ এপ্রিল রাতে চলন্ত গাড়িতে শীনার শ্বাসরোধ করে খুন করেন ইন্রাণী | আরও দুই ষড়যন্ত্রী ছিল ইন্দ্রাণীর দ্বিতীয় পক্ষের স্বামী সঞ্জীব খন্না এবং গাড়ির চালক শ্যাম রাই |
এই মামলার অপর সাক্ষ্যদাতা মহম্মদ সৈয়দ রিয়াজ | মুম্বইয়ের ওরলিতে তাঁর একটি গ্যারাজ আছে | আদালতে জানান‚ ২০১২ সালের ২৫ এপ্রিল তাঁর গ্যারাজে চালক শ্যামভর রাই একটি গাড়ি নিয়ে এসে সার্ভিসিং করতে দেন। | জনৈক পরিচিত রাজার রেফারেন্সে এসেছিলেন রাই | ওই গাড়িতেই শীনাকে খুন করা হয় বলে গোয়েন্দাদের দাবি | গ্যারাজে গাড়িটিকে পালিশ করা হয় | ধোয়ামোছাও করা হয় | তবে গাড়িতে কোনও রক্তের দাগ ছিল না বলে জানিয়েছেন রিয়াজ |