আর জল লাগবে না, হাওয়াতেই ধোয়া যাবে হাত
কলকাতা টাইমস :
খাবার খাওয়া বা কােন কিছু লাগার কারণে হাত পরিষ্কার করতে হবে কিন্তু তার জন্য চাই জল। না, এবার আর জলের প্রয়োজন পড়বেনা। হাওয়াতেই ধুয়ে ফেলতে পারবেন আপনার হাত। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই ঘটেতে চলেছে। আর তা করছেন চীনের বেইজিং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা তৈরি করতে চান সেনসিটিভ একটি মেশিন। সেই মেশিনটির সামনে হাত রাখলেই মেশিনের ছিদ্রদিয়ে বাতাস বেরিয়ে আসবে।
গবেষকরা বলছেন, এই বাতাসের সাথে জলীয় বাষ্প এবং জীবাণু প্রতিরোধক ওষধ মেশানো থাকবে। যা আপনার হাতের উপর দিয়ে বয়ে গেলে ত্বকের মধ্যে লেগে থাকা সকল জীবাণু নষ্ট হয়ে যাবে। আপনার হাতও পরিস্কার হয়ে যাবে। বিশ্বজুড়ে জলের ঘাটতির কথা মাথায় রেখেই এই অভিনব যন্ত্রেটি আবিষ্কার করেছেন তারা।