November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

এক মিনিটেই চার্জ হবে মোবাইল ফোনের ব্যাটারি

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মানুষের জীবনে কর্মব্যস্ততার শেষ নেই। মোবাইল ফোন এখন মনুষের নিত্যসঙ্গিই নয় একটি মৌলিক প্রয়োজন। অনুনিক যুগ বদলে দিচ্ছে আগের অনেক কিছুই। তবে রাতে চার্জে ঘুমাতে যাওয়া, সেখানে রাতভর চার্জ হতে থাকলে অাবার উল্টো ফলও আসে। 

তবে এবার এ ঝামেলা থেকে হয়তো মুক্তি মিলছে। গবেষকরা একটি যুগান্তকারী আবিষ্কার করেছে। আর তা হল- অ্যালুমিনিয়াম। লিথিয়াম আয়ন ব্যাটারীর বিপরীতে, অ্যালুমিনিয়াম আয়ন ব্যাটারী নিরাপদ, সস্তা এবং বর্তমান প্রযুক্তির তুলনায় আরো নমনীয়।

সম্প্রতি, স্ট্যানফোর্ডের গবেষকদের জানায়, এটি দিয়ে মোবাইল ফোন চার্জ করা যাবে এক মিনিটেই। তারা জানায়, অ্যালুমিনিয়ামের আছে উচ্চ ক্ষমতা কিন্তু খরচ কম তাই গ্রাফাইট ক্যাথোডের সঙ্গে ধাতু মিলিয়ে টেকসই ব্যাটারী বানানো সম্ভব।

গবেষকরা দাবি করেন, তরল ইলেক্ট্রোলাইট ব্যবহার করার জন্য লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় বিস্ফোরিত হওয়ার আশঙ্কা নেই বললেই চলে।  এই ব্যাটারি তরল প্যাকেটের মধ্যে তৈরি করা যেতে পারে ফলে বাঁকানো স্মার্টফোনের মতো নমনীয় ডিভাইসে ব্যবহার সহজ হবে। আর চার্জিং সাইকেল লিথিয়াম আয়নের তুলনায় হাজার বার বেশী হবে।
জানা যায়, এই গবেষণায় সফল হওয়ার পথে তারা। আর হয়তো এক মিনিটেই মোবাইল ফোনে চার্জ দেয়ার সুফল পাবে বিশ্ববাসি! তবে সেটি অপেক্ষার পালা। কেননা গবেষকরা এ তথ্য জানালেও এটিকে স্বীকৃত একটি সিস্টেম হয়ে বিশ্ববাজারে আসতে হবে। এটি ফিকে হয়ে যায় না বাস্তবতায় গড়ায় সেদিকে দৃষ্টি রাখবে সবাই।

Related Posts

Leave a Reply