এটাই বিশ্বের প্রথম স্মার্টফোন

কলকাতা টাইমসঃ
১৯৯২ তখন মোবাইল শব্দটাই শোনেনি বিশ্বের অধিকাংশ মানুষ। স্মার্টফোন তো দূর অস্ত। কিন্তু সেই বছরেই স্মার্টফোন তৈরী করে ফেলেছে মার্কিন সংস্থা আইবিএম। এর প্রায় ১৫ বছর পর বাজারে আসে অ্যাপলের তৈরী প্রথম স্মার্টফোন।
বিশ্বে প্রথম তৈরী হওয়া সেই স্মার্টফোনটির তখনকার মূল্য ছিল ৮৯৯ ডলার। নাম রাখা হয়েছিল সাইমন পারসোনাল কমিউনিকেটর। ছিলো টাচস্ক্রিন। যার দৈর্ঘ্যে ছিল ৪.৫ ইঞ্চি ও প্রস্থে ১.৪ ইঞ্চি।শুনলে অবাক হতে হয়, এই ফোনের মাধ্যমেই তখন পাঠানো যেতো ই-মেইল, ফ্যাক্স। তা রিসিভও করা যেতো। বর্তমানে সেই স্মার্টফোনটি লন্ডনের একটি বিজ্ঞান জাদুঘরে রাখা হয়েছে।