এটাই বিশ্বের প্রথম স্মার্টফোন  – KolkataTimes
May 12, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

এটাই বিশ্বের প্রথম স্মার্টফোন 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ 

৯৯২ তখন মোবাইল শব্দটাই শোনেনি বিশ্বের অধিকাংশ মানুষ। স্মার্টফোন তো দূর অস্ত। কিন্তু সেই বছরেই স্মার্টফোন তৈরী করে ফেলেছে মার্কিন সংস্থা আইবিএম। এর প্রায় ১৫ বছর পর বাজারে আসে অ্যাপলের তৈরী প্রথম স্মার্টফোন।

বিশ্বে প্রথম তৈরী হওয়া সেই স্মার্টফোনটির তখনকার মূল্য ছিল ৮৯৯ ডলার। নাম রাখা হয়েছিল সাইমন পারসোনাল কমিউনিকেটর। ছিলো টাচস্ক্রিন। যার দৈর্ঘ্যে ছিল ৪.৫ ইঞ্চি ও প্রস্থে ১.৪ ইঞ্চি।শুনলে অবাক হতে হয়, এই ফোনের মাধ্যমেই তখন পাঠানো যেতো ই-মেইল, ফ্যাক্স। তা রিসিভও করা যেতো। বর্তমানে সেই স্মার্টফোনটি লন্ডনের একটি বিজ্ঞান জাদুঘরে রাখা হয়েছে।

Related Posts

Leave a Reply