এটিএমের ১২ লক্ষ টাকা কুচিয়ে দিলো ইঁদুর !
কলকাতা টাইমসঃ
এটিএম বুথের ভেতরে থাকা প্রায় ১২ লাখ ৩৮ হাজার টাকা ছিঁড়ে কুচিকুচি করে ফেললো ইঁদুর! আসামের তিনসুকিয়া জেলায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি এটিএম বুথে এমনই বিরল এক ঘটনার সাক্ষী থাকলো।
গত ২০ মে থেকে তিনসুকিয়া জেলার লাইপুলি এলাকার এটিএম কাউন্টারটি বিকল হয়ে পড়েছিল। গত ১১ জুন এটি মেরামত করতে যায় কর্মীরা। তারা ২ হাজার এবং ৫০০ টাকার কুচিকুচি করা নোটগুলো দেখে অবাক হয়ে যান। ব্যাংক কতৃপক্ষের বক্তব্য, গত ১৯ মে ‘এফআইএস: গ্লোবাল বিজনেস সল্যুশন’ নামের গুয়াহাটির একটি আর্থিক প্রতিষ্ঠান বুথটিতে ২৯ লাখ টাকা জমা করে। তিনসুকিয়ার একজন সাংবাদিক নিশ্চিত করেন, এর পরের দিন থেকেই এই বুথটি বিকল হয়ে যায়।
তবে প্রকৃতপক্ষে ঘটনাটি আসলে কি, সেই ব্যাপারে অনেকেই সন্দেহ পোষণ করেছেন। তাই ঘটনার তদন্ত করতে তিনসুকিয়া থানায় অভিযোগ দায়ের করেছে সরকারি ঋণদাতা সংস্থাটি। টাকা নষ্টের ঘটনাটি প্রথম জানতে পারা সাংবাদিক বলেন, একটি এটিএম ‘আউট অব সার্ভিস’ হওয়ার জন্য ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত যথেষ্ট সময়। এছাড়া এত দেরিতে বুথটি মেরামতের উদ্যোগ কেনো নেওয়া হলো সেই ব্যাপারে সন্দেহ রয়েছে মানুষের।