November 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এবার অপরাধী ধরবে ভেড়ার পাল!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
বার ভেড়ার পাল অপরাধীকে সনাক্ত করবে। সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষায় ভুমিকা করছে। এটা গল্প নয়, বাস্তবেই নিউজিল্যান্ডে ভেড়ার পাল কেবল উৎপাদনশীল কাজেই নয়, আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সাউথ আইল্যান্ডের সেন্ট্রাল ওটাগোয় শুক্রবার পুলিশ পালিয়ে যেতে থাকা অপরাধীদের ধরতে তাদের গাড়ির পেছনে ৯০ মিনিট ধরে ধাওয়া করতে থাকে। পরে সামনে একটি ভেড়ার পাল পড়ে যাওয়ায় অপরাধীরা গাড়ি থামাতে বাধ্য হয়। ভেড়ার পালটি স্থানীয় এক পুলিশ কর্মকর্তার। পালটি একটি নতুন পশুচারণ ভূমির মধ্য দিয়ে যাচ্ছিল।

পুলিশের এক মুখপাত্র জানান, পুলিশ পলাতক আসামীদের পিছু ধাওয়া করে। পুলিশের গাড়ির একটি চাকা ফুটো হয়ে গেলেও পুলিশ তাদের পাকড়াও করতে সক্ষম হয়। গাড়িটির লাইসেন্স প্লেট না থাকায় এবং অতি দ্রুতগতিতে চলায় পুলিশ গাড়িটিকে ধাওয়া করে।

কিন্তু কুইন্সটাউনের কাছে অপরাধীদের গাড়ির সামনে ভেড়ার পাল পড়ে গেলে তারা গাড়িটি থামাতে বাধ্য হয়। গাড়িটিতে চার আরোহী ছিল। তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

Related Posts

Leave a Reply