এবার মাত্র ৬ মিনিটেই সম্পূর্ণ চার্জ দিয়ে নিতে পারবেন আপনার স্মার্টফোন !
কলকাতা টাইমসঃ
মাত্র ৬ মিনিটেই সম্পূর্ণ চার্জ দিয়ে নিতে পারবেন আপনার স্মার্টফোন। এমনই অভিনব এক প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে কোয়ালকমের কুইক চার্জার। আসলে এক ধরণের ব্যাটারিই মোবাইলকে দ্রুত চার্জ করবে। লিথিয়াম লোন নামের ওই ব্যাটারিতে মাত্র ৬ মিনিটে মোবাইলে ফুল চার্জ হবে।
ইসিয়ন টেকনোলজির প্রতিষ্ঠাতা ড. জিন ডে লা ভার্পিলিয়ার এই বিশেষ ব্যাটারিটি আবিষ্কার করেছেন। এতে ব্যাটারির গ্রাফাইট সম্পূর্ণ অন্য একটি ধাতব পদার্থে পরিণত হয়ে যায়। তিনি বলেন, লিথিয়াম ব্যাটারির মূল উপাদান হলো পাউডার। এই বিশেষ পাউডারই মাত্র ছ’মিনিটে আপনার মোবাইল চার্জ করে দিতে পারে।