এবার হিমাচল সংলগ্ন ভারতীয় জমি দখলের অভিযোগ উঠলো চীনের বিরুদ্ধে
কলকাতা টাইমসঃ
এবার হিমাচলপ্রদেশের কিন্নর জেলার সীমান্ত সংলগ্ন ভারতীয় এলাকা দখলের অভিযোগ উঠলো চীনের বিরুদ্ধে। অভিযোগ, কিন্নর জেলার কুনু চাঙ্গ থেকে অনেকটাই এগিয়ে বর্তমানে খেম কুল্লার কাছে রাস্তা তৈরি করছে চীন।
সম্প্রতি চারঙ্গ সীমান্তে নজরদারি চালাতে গিয়ে চীনের রাস্তা তৈরির কর্মকান্ড নজরে আসে ভারতীয় সেনাবাহিনীর। মাত্র ২ মাসের ভেতরেই ভারত-তিব্বত সীমান্তে প্রায় ২০ কিলোমিটার রাস্তা তৈরির অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সেখানে দেখতে পায়, রাত হলেই অত্যন্ত দ্রুততার সঙ্গে রাস্তা তৈরির কাজ করে চীন। প্রসঙ্গত, তিব্বতের সঙ্গে ১২০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে ভারতের।