ক্রমশ ‘খাটো’ হচ্ছেন বিশ্বের সবচেয়ে লম্বা প্রজাতির মানুষেরা
কলকাতা টাইমসঃ
ক্রমশ ‘খাটো’ হচ্ছেন বিশ্বের সবচেয়ে লম্বা প্রজাতির মানুষেরা! স্ট্যাটিস্টিকস অব নেদারল্যান্ডস-এর গবেষনা বলছে, বিশ্বের লম্বা প্রজাতি হিসেবে পরিচিত ডাচরা দিন দিন ক্রমশ খাটো হয়ে চলেছে। গবেষণায় দেখা গেছে, ২০০১ সালে জন্ম নেওয়া ডাচ মহিলারা ১৯৮০ সালে জন্মানো মহিলাদের থেকে গড়ে ১.৪ সেন্টিমিটার খাটো।
প্রসঙ্গত, নেদারল্যান্ডসের মানুষের দুধ খাওয়ার প্রবণতা অনেক বেশি। এই অভ্যাস তাদের উচ্চতা বৃদ্ধির কারণ বলে মনে করা হয়। দুধে থাকে বিপুল পরিমাণ ক্যালসিয়াম। যা উচ্চতা বৃদ্ধিতে সক্ষম। গবেষণায় উঠে এসেছে, ডাচদের উচ্চতা কমে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অনুপ্রবেশ। বহু বছর ধরে অসংখ্য খাটো জাতির মানুষ নেদারল্যান্ডসে পাড়ি জমিয়েছেন। তাদের সন্তানরা ডাচদের তুলনায় খাটো। ২০০৭ সালের অর্থনৈতিক মন্দা ডাচদের উচ্চতা কমাতে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হয়।