ক্রিকেটে ‘টস’ প্রথাটাই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান !

কলকাতা টাইমসঃ
ক্রিকেটে ‘টস’ প্রথাটাই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড! তার বদলে সেই মাঠে খেলতে আসা দলকেই অপশন দেওয়া হবে, তারা ব্যাটিং করবে না বোলিং। আপাতত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেই এই নিয়ম চালু করতে চলেছে তারা।
তাদের যুক্তি টসে জিতে নিজেদের মাঠের সুযোগ নিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে একটি দল। তাই খেলতে আসা দলকেই আগে সুযোগ দিতে চাইছে তারা। তাদের মতে টসের ফলে দেশের ক্রিকেটে পরোক্ষ প্রভাব পড়ছে। যে কারণে নতুন নিয়ম চালু করার পরিকল্পনা করছেন তারা। পিসিবি প্রধান ওয়াসিম খানের মস্তিষ্কপ্রসূত এই আইডিয়া। এটি দ্রুত চালু করার নির্দেশ দেন তিনি।