চীনকে টক্কর: ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হতে চলেছে ১১০ টি অত্যাধুনিক ফাইটার জেট
কলকাতা টাইমসঃ
লাদাখ সংঘাতের মাঝেই আরও ১১০ টি অত্যাধুনিক ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এবছরের মধ্যেই ভারতীয় বিমানবাহিনীর হাতে এসে পৌঁছবে এই যুদ্ধ বিমানগুলি।রাশিয়ায় তৈরী এই ফাইটার জেট আধুনিক প্রযুক্তির চূড়ান্ত নিদর্শন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
জানা যাচ্ছে, এর মধ্যে রয়েছে ২১ টি মিগ-২৯। এই বিমানগুলোর কাঠামো তৈরী করা হয়েছিল ১৯৮০ সালে। এই পুরোনো কাঠামোতেই লাগানো হবে আধুনিক সব যন্ত্রপাতি। এছাড়াও ১২ টি এসইউ-৩০ এমকেআই -এর বরাত দেওয়া হয়েছে রাশিয়াকে। এই তালিকার শেষ সংযোজন ৮৩ টি তেজস মার্ক ১এ।