Editor Choice Bengali KT Popular রোজনামচা থানা থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া হলো এসএসবি কমান্ডারকে, তোলপাড় রাজ্য [kodex_post_like_buttons] নিউজ ডেস্ক : আদালতে তোলার আগেই নিজেদের কমান্ডারকে ছিনতাই করে নিয়ে গেলো এসএসবির কিছু জওয়ান। ধৃত জওয়ান সরিষাহাটে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ছিল।শুক্রবার এই ঘটনাকে ঘিরে তোলপাড় হলো রাজ্য পুলিশ মহল। ঘটনার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখমন্ত্রী মমতাবন্দোপাধ্যায়। শেষপর্যন্ত রাজ্য পুলিশের ডিজি এবং এসএসবি আইজির হস্তক্ষেপে কিছু পরে আত্মসমর্পন করতে বাধ্য হন ওই অভিযুক্ত কমান্ডার। বৃহস্পতিবার সরিষাহাটের প্রিন্স মার্কেটে গোষ্ঠীসংঘর্ষের জেরে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই ঘটনায় দুই এসএসবি জওয়ান সহ তিনজনকে গ্রেপ্তার করে ডায়মন্ডহারবার থানার পুলিশ। আজ তাদের ডায়মন্ডহারবার মহকুমা আদালতে পেশ করতে নিয়ে যাচ্ছিলো পুলিশ। জানা গেছে সেই সময় দীপক কুমার সিং নাম এক এসএসবি কমান্ডারকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।প্রথমে আলোচনার নামে থানায় আসেন বেশকিছু জওয়ান, বাইরে অপেক্ষা করছিলো তাদের একটি গাড়ি। কথাবার্তার শেষে পুলিশ যখন মেডিকেল টেস্টের জন্য অভিযুক্তকে বাইরে বের করে, তখনি তাকে ছিনিয়ে নিয়ে চম্পট দেয় জওয়ানরা। এরপরেই তোলপাড় শুরু হয় রাজ্য জুড়ে। অভিযুক্তকে নিয়ে জওয়ানরা থানা থেকে এক কিলোমিটার দূরে তাদের বেসক্যাম্পে চলে যায়। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় জেলার এসপি এবং অতিরিক্ত পুলিশসুপার। মুক্ষমন্ত্রীর নির্দেশে এসএসবির আইজিকে ফোন করেন রাজ্য পুলিশের ডিজি। এরপরেই আইজির নির্দেশে এসএসবি বেসক্যাম্প থেকে বের করে আনা হয় অভিযুক্ত কমান্ডারকে। তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এদিকে সরিষার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের সেখানে অন্যায়ভাবে মাথা গলাচ্ছে কেন্দ্র। এটা কখনোই বরদাস্ত করা হবে না। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ সরিষাহাটে প্রিন্স মার্কেটে দুই দলের বচসার জেরে গুলি চলে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আলতাব জমাদার নামে এক ব্যক্তির। ঘটনাস্থানে যায় ডায়মন্ডহারবার থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় ওই মার্কেটের মালিক মোজাম্মেল মণ্ডলকে। তাকে জিজ্ঞাসাবাদ করে স্থানীয় সশস্ত্র সীমা বল ক্যাম্পের দুই জওয়ান অমিতাভ প্রামাণিক ও দীপক কুমার সিংয়ের নাম উঠে আসে। পুলিশের দাবি, এক্তিয়ারের বাইরে গিয়ে গুলি চালায় তারা। সেই গুলিতেই ওই ব্যক্তির মৃত্যু হয়। সেই ঘটনায় জেরেই তাদের গ্রেফতার করে পুলিশ। Tags: commander Hijack police station SSB jawans Post navigation Previous Previous post: জানতে চান এই শব্দগুলি সার্চ ইঞ্জিনে খুঁজলে কি পরিণাম হতে পারে Next Next post: নির্দল সাংসদ হিসেবে মমতা ব্যানার্জির হয়ে কাজ করার ইচ্ছে প্রকাশ ঋতব্রতর Related Posts এহেন পারদর্শিতায় ছাগল-পেঁপেও করোনা পজিটিভ! প্রথম ক্রিসমাস ‘দেখবে’ এই বড়লোক দেশ ইঁদুর ধরলেই ২০ হাজার Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.