January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

 ধর্ষণ রুখতে রাখির দাওয়াই!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ 

‘মি টু’ নিয়ে রাখি সাওন্তের মন্তব্যের শেষ নেই৷ একের পর এক কথা বলে চলেছেন তিনি৷ অসংখ্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাকে ধিক্কার জানালেও রাখিকে আটকানোর সাধ্য কারও নেই৷ কারণ তিনি নেগেটিভ পাবলিসিটিই পছন্দ করেন৷ খুব কম সংখ্যক মানুষই রয়েছেন যারা রাখিকে সমর্থন করেন৷

সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে তনুশ্রীকে সমকামী বলে ফের শিরোনামে জায়গা করে নিয়েছেন রাখি৷ এছাড়াও একটি ভিডিওর কারণে তিনি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে গেছেন৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দুটি ভিডিও আপলোড করেছেন তিনি। যেখানে তিনি জানিয়েছেন, তার মোতে ধর্ষণ থেকে কিভাবে বাঁচা যায়৷ সেই ভিডিওতে কোমরে মোটা চেইন দিয়ে একটি বড়ো তালা ঝুলিয়েছেন৷ সেই তালাই নাকি সকল নারীর রক্ষা করবে৷ কারও ধর্ষণ হবে না৷

রাখি সেই চেইন দিয়ে আটকানো তালা পরে নেচেওছেন৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তার ধিক্কার শুরু হয়েছে সাইবার দুনিয়াজুড়ে৷ নেটিজেনদের ভাষায়, রাখি নারীর কলঙ্ক৷ একজন লিখেছেন, রাখির ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে ব্যান করে দেওয়া উচিত৷ রাখির বিরুদ্ধে হাজারও মানুষ কথা বললেও থেমে নেই তিনি৷

 

Related Posts

Leave a Reply