নীল রঙের মানুষের কথা কখনো শুনেছেন!
কলকাতা টাইমস :
এ নীল আকাশ, সমুদ্রের জল। এমনকি নীল হীরার কথা সবাই জানেন। কিন্তু নীল রঙের মানুষের কথা কখনো শুনেছেন বা দেখেছেন? ভাবছেন এত কি সম্ভব নাকি? এবার এমনই এক অদ্ভুত ঘটনার খোঁজ পাওয়া গেছে কেনটাকিতে।
কেনটাকিতে খোঁজ পাওয়া গেল এমনই এক পরিবারের। যে পরিবারের সদস্যদের সবারই গায়ের চামড়া নীল রঙের। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা কেনটাকির বাসিন্দা।
চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এর নাম মিথেমোগ্লোবিনেমিয়া। জিনগত ত্রুটির কারণেই এরকম নীল রঙের ত্বক হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তারা আরও জানান, প্রধানত নিজের পরিবারের মধ্যে প্রজনন হলেই এই ধরনের জিনগত রোগ দেখা যায়। তবে, চিকিৎসাশাস্ত্র যাই বলুক, নীল রঙের ত্বক নিয়ে বিশ্বের বিস্ময় কুড়িয়েছে এই পরিবার।