January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা বিনোদন রোজনামচা

 পিকে-শাকিরার বাড়িতে বড়সড় চুরি ! খোয়া গেলো বহু মূল্যবান জিনিস 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

বিশ্বকাপ নিয়ে এখন চূড়ান্ত প্রস্তুতিতে স্পেন। তবে এর মধ্যেই তারকা ডিফেন্ডার পিকে’র মন নেই বিশ্বকাপে। তিনি এখন ব্যস্ত বাড়ি থেকে খোওয়া যাওয়া দামি জিনিসপত্র উদ্ধার করা নিয়ে। আসলে পিকে-শাকিরার বাড়িতে বড়সড় চুরির ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, দামি গহনা, জুয়েলারি, ঘড়ি -চুরি হয়েছে এসপ্লাগেস ডি লবরিগাটের বাড়ি থেকে। বার্সেলোনা থেকে এই স্থানের দূরত্ব ৫ কিলোমিটার। এখানেই শাকিরার সঙ্গে একসঙ্গে থাকেন পিকে।

তবে বিশ্বকাপ প্রস্তুতির জন্য বর্তমানে জাতীয় দলের সঙ্গে রয়েছেন পিকে। অন্যদিকে স্ত্রী শাকিরা গান গাইতে বেড়িয়েছেন ওয়ার্ল্ড ট্যুরে। কর্তা-গিন্নির অনুপস্থিতিকেই কাজে লাগিয়েছে চোরেরা। তবে জানা গেছে, পিকে, শাকিরা বাড়িতে না থাকলেও সেই বাড়িতে ছিলেন পিকের বাবা-মা। তাদেরই প্রথম নজরে আসে চুরির ঘটনা। সঙ্গে সঙ্গে কাতালান থানায় খবর দেন তারা।। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই চুরির খবর স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের কানেও পৌঁছেছে। রাশিয়া পাড়ি দেওয়ার আগে জাতীয় দলের ফুটবলারদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন রাজা ফিলিপ। সেখানেই রাজার কাছে ব্যক্তিগত সমস্যার কথা তুলে ধরেন পিকে।

 

Related Posts

Leave a Reply