পৌনে ৩ লক্ষ টাকা কর দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ!
কলকাতা টাইমসঃ
পৌনে ৩ লক্ষ টাকা কর দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ! ভারতীয় রাষ্ট্রপতির দাদি তাঁর মাসোহারার ৫৫ শতাংশ চলে যায় ‘কর’ দিতে! যদিও এই বিপুল পরিমান কর প্রদান কেনো দিতে হয় একজন দলিত রাষ্ট্রপ্রধানকে? তার কোনো বিশদ উত্তর দেননি তিনি।
উত্তরপ্রদেশ সফরে গিয়ে নাগরিকদের দায়িত্ববোধ বোঝাতে গিয়ে নিজের বেতনের প্রসঙ্গ আনেন রাষ্ট্রপতি। কোবিন্দ বলেন, ‘‘আমি মাসে পৌনে তিন লাখ টাকা কর দিই। বেতনের ৫ লক্ষ টাকার মধ্যে যা বাঁচলো এর থেকে অনেক বেশি বেতন পান বহু সরকারি কর্মচারী এমনকি শিক্ষকরাও!’
তাঁর বক্তব্য, ‘বিভিন্ন বিক্ষোভকারীদের জন্য খেসারত দিতে হয় করদাতাদের। সরকার তাদেরই, যারা কর দেন। আমাদের করের টাকায় দেশের উন্নতি হয়। তাই লোকসান হলে আমাদেরই হবে।’’ প্রসঙ্গত, আইন অনুযায়ী, দেশের রাষ্ট্রপতির বেতন করের আওতায় পড়ে না। আজীবন বিনামূল্যে সমস্ত পরিষেবা পান। শুধুমাত্র রাষ্ট্রপতি ভবনের জন্য বরাদ্য থাকে ২০০ কোটি টাকা। আলাদা করে কর্মীদের ভাতা বাবদ ৮০ কোটি টাকা বরাদ্য করা হয়।