বরিস জনসনকে মৃত ঘোষণা করাটাই শুধু বাকি ছিল !
কলকাতা টাইমসঃ
কেবল মাত্র মৃত ঘোষণা করাটাই না কি বাকি ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। এতটাই গুরুতর অসুস্থ ছিলেন তিনি, যে একটা সময় চিকিৎসকরাই সন্দিহান ছিলেন তিনি আদৌ বেঁচে আছেন কিনা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এমনটাই জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। নিজের করোনাযুদ্ধের ভয়াবহ সেই স্মৃতি এখনো তারা করে বেড়াচ্ছে তাকে। গত ২৭ মার্চতিনি করোনা আক্রান্ত হন। দিন দশেক পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান বরিস।
আইসিইউতে ভর্তি থাকা কালীন একসময় চিকিৎসকরা তার বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। আজ রবিবার এক ব্রিটিশ সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, অস্বীকার করব না একটা সময় চিকিৎসকরা আমার মৃত্যু ঘোষণা করার প্রস্তুতি নিয়েছিলেন। বরিস নিজেই জানান, আমার শ্বাসনালী দিয়ে নল প্রবেশ করানোর সময় আমার বাঁচার সম্ভাবনা ছিল অর্ধেক। একই সঙ্গে তিনি জানান, প্রচুর পরিমানে অক্সিজেন দিতে হয়েছে আমাকে।