January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীদের প্রশংসায় ভাসছেন নেপালের উইকেটরক্ষক আসিফ শেখ

[kodex_post_like_buttons]

 

Nepal’s wicketkeeper Asif Sheikh is being praised by cricket fans all over the world

 

কলকাতা টাইমসঃ বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীদের প্রশংসায় ভাসছেন নেপালের উইকেটরক্ষক আসিফ শেখ।আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলছে নেপাল। ১৮তম ওভারে কমল সিংয়ের বলে বড় শট নেওয়ার চেষ্টা করেন আয়ারল্যান্ডের মার্ক আডায়ার। ব্যাটে লেগে বল পিচের পাশেই গড়িয়ে যায়। বোলার দৌড় লাগান বল ধরার জন্য। দুই ব্যাটসম্যান দ্রুত এক রান নেওয়ার চেষ্টা করেন। তবে বোলারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান নন-স্ট্রাইকার ব্যাটসম্যান অ্যান্ডি ম্যাকব্রায়ান।

তবে ব্যাটসম্যান উঠে দাঁড়িয়ে দৌড় শুরু করার আগেই বোলার কমল সিং বল ছুড়ে দেন উইকেটকিপারের হাতে। যদিও আসিফ এক্ষেত্রে ম্যাকব্রায়ানকে রান-আউট করার সহজ সুযোগ থাকা সত্ত্বেও বল স্টাম্পে লাগাননি।

Related Posts

Leave a Reply