ভারতের বিস্তীর্ন এলাকা চীনকে বিক্রি করে দিচ্ছে পাকিস্তান !
কলকাতা টাইমসঃ
চীনকে নির্ধিধায় ভারতীয় জমি বিক্রি করে চলেছে পাকিস্তান! শুনলে অবাক হবেন, এই প্রচেষ্টা আজকের নয়। বেশ কিছু বছর ধরেই চলছে এই কারসাজি। জানা যাচ্ছে, পাক অধিকৃত গিলগিট এবং বালুচিস্থানের বিস্তীর্ন এলাকা ভূসম্পদ উদ্ধারের জন্য টাকার বিনিময়ে তুলে দেওয়া হলো চীনের হাতে। যদিও ভারতের দীর্ঘদিনের দাবি গিলগিট এবং বালুচিস্তান আদতে ভারতের এলাকা, যা জোর করে দখলে রেখেছে পাকিস্তান।
অথচ পাকিস্তানের সংবিধান বলছে তাদের দেশের প্রাকৃতিক সম্পদ কোনো ভাবেই অন্য কোনও দেশের হাতে তুলে দেওয়া যায় না। কয়েক বছর ধরেই গিলগিট এবং বালুচিস্থানের একটা বড় অংশ পাকিস্তানের হাতে তুলে দেওয়া হচ্ছে। আসল লক্ষ চীনের ইকনমিক করিডোর। বিশেষজ্ঞদের ধারণা লাদাখের ওই অঞ্চলে প্রচুর পরিমানে দুর্মূল্য গ্যাস ও তেল সহ হাইড্রোকার্বন রয়েছে। দীর্ঘদিন ধরেই লাদাখ অঞ্চলে হাইড্রোকার্বন মজুত থাকার সম্ভাবনার কথা বলে আসছেন বিশেষজ্ঞরা।