ভারত নয় পাকিস্তানের প্রধান শত্রু অন্য কেউ !
কলকাতা টাইমসঃ
ভারতকে প্রধান শত্রু হিসেবে মনে করেনা পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলী মুহাম্মাদ খান। তার মতে, ইসরায়েলই পাকিস্তানের প্রধান শত্রু। আলী মুহাম্মাদ খান পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশনে বলেন, আমরা কখনও ইসরায়েলকে স্বীকৃতি দেবো না। ইসরায়েল পাকিস্তানের এক নম্বর শত্রু। পাকিস্তানের প্রাক্তন শাসক পারভেজ মুশারফের করা একটি মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আলী মুহাম্মাদ খান এই মন্তব্য করেন।
জেনারেল মুশাররফ সম্প্রতি দুবাইয়ে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী ভারতকে মোকাবিলা করার লক্ষ্যে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানান। কিন্তু পাকিস্তানের প্রতিমন্ত্রী আলী মুহাম্মাদ খান জেনারেল মুশাররফের এই আহ্বান প্রত্যাখ্যান করে বলেন, ইসরায়েলকে স্বীকৃতি না জানানোর ব্যাপারে পাকিস্তানি জনগণ তাদের ঐক্যবদ্ধ অবস্থানে অটল রয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে আলোচনা করতে চায় পাকিস্তানি জনগণ তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবে।