মাত্র ১৫ মিনিট রোদে থাকলেই গায়েব হবে করোনা ভাইরাস -মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
কলকাতা টাইমসঃ
গায়ে রোদ লাগান। তাহলেই নাকি পালানোর পথ পাবেনা করোনা ভাইরাস। এবার ভারতবর্ষ থেকে ভাইরাস তাড়াতে এমনটাই নিদান দিলেন বিজেপির এক নেতা। দেশের কেন্দ্রীয় পরিবার কল্যাণ দফতরের রাজ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে খোদ সংসদে দাঁড়িয়েই এমনটা দাবি করে বসেন আজ বৃহস্পতিবার।
কেন্দ্রীয় মন্ত্রীর দাবি সকাল এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে মাত্র ১৫ মিনিট গায়ে রোদ লাগালেই শরীরে তৈরী হবে ইমিউনিটি। যার ফলে করোনা ভাইরাস আর কোনো ক্ষতি করতে পারবে না। যদিও সংসদের বুকে এমন আলটপকা মন্তব্যের সমালোচনা করতে ছাড়েননি বিরোধীরা।
যদিও বিশেষজ্ঞদের দাবি, জামা কাপড়ে লেগে থাকা ভাইরাস নির্দিষ্ট টেম্পারেচারে বেঁচে থাকতে না পারলেও, শরীরে জাকিয়ে বসা ভাইরাস তাড়াতে রোদের কোনো ভূমিকা নেই। তবে ফুসফুসে বাসা বাধার আগে গরম জল সেবন গলায় থাকা ভাইরাস দূর করতে সক্ষম।