রাশিয়ার ৩৮৬ জন এমপির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো ব্রিটেন
কলকাতা টাইমসঃ
রাশিয়ার ৩৮৬ জন এমপির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো ব্রিটেন। এমনকি সেদেশে থাকা তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার কথাও জানিয়েছে ব্রিটেন। জানা যাচ্ছে, রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার ৩৮৬ সদস্যের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘ব্রিটিশ পরররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস রাশিয়ার পার্লামেন্টের ৩৮৬ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কারণ তারা ইউক্রেনের লুহানস্ক ও দোনেতস্ককে স্বাধীন বলে স্বীকৃতি দিয়েছেন।’ নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা ব্রিটেনে প্রবেশ করতে পারবে না। এমনকি সে দেশে ব্যবসা ও সম্পদও রাখতে পারবেন না তারা।