January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সৌদি যুবরাজ সালমানকে খুনের হুমকি দিলো আল-কায়দা! 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে খুনের হুমকি দিলো আল-কায়দার আরব উপদ্বীপ শাখা। আল-কায়দার তরফ থেকে শুক্রবার প্রকাশিত এক বুলেটিনে বলা হয়েছে, সালমানের নতুন যুগ মসজিদের বদলে সিনেমা হলে ভরা। তিনি ইমামদের বইয়ের বদলে বেছে নিচ্ছেন পূর্ব ও পশ্চিমের নাস্তিক ও ধর্মনিরপেক্ষদের বই। এগুলো দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের দরজা খুলে দিচ্ছে বলে আল-কায়দার দাবি। এমনটা চলতে থাকলে তারা যুবরাজকে কৃতকর্মের উপযুক্ত জবাব দেবে বলে জানিয়েছে এই জঙ্গিগোষ্ঠী।

রক্ষণশীল সৌদি আরবে ব্যাপক সংস্কার কার্য শুরু করেছেন ৩২ বছর বয়সী বিন সালমান। ইতিমধ্যেই মহিলাদের জন্য বেশ কিছু অধিকার নিশ্চিত করা হয়েছে তারই হাত ধরে। এ ছাড়া তিনি চলচ্চিত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়াসহ নাগরিকদের বিনোদনের জন্য অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছেন। দেশে এক সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার লক্ষে কাজ করে চলেছেন সৌদি যুবরাজ। আল-কায়দা তার এই সব উদ্যোগকে ‘পাপ-প্রকল্প’ বলছে।আন্তর্জাতিক এই জঙ্গিগোষ্ঠী আরো বলেছে, ‘বিদেশি অবিশ্বাসী কুস্তিগিরেরা শরীর দেখিয়েছে। সেখানে মহিলা ও পুরুষ সবাই একসঙ্গে তা উপভোগ করেছে। শুধু এটা করেই তারা ক্ষান্ত হয়নি। প্রতি রাতে গানের কনসার্ট, চলচ্চিত্র আর সার্কাস প্রদর্শনও চলছে।

 

Related Posts

Leave a Reply