February 22, 2025     Select Language
Uncategorized ব্যবসা ও প্রযুক্তি

স্টেশনে আগুন, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে তুলে নিয়ে গেল মাওবাদীর

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ স্টেশনে আগুন গিয়ে দুই রেল কর্মীকে তুলে নিয়ে গেল মাওবাদীরা। বিহারের মাসুদান রেল স্টেশনের ঘটনা। মঙ্গলবার গভীর রাতে বিহারের মাসুদান রেল স্টেশনে হামলা চালায় মাওবাদীরা। স্টেশনের একাংশে আগুন লাগিয়ে দেয় মাওবাদীরা। এর পর দুই রেল কর্মীকে তুলে নিয়ে চলে ‌যায় তারা। এদের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনু‌যায়ী অপহৃত রেল কর্মীরা মালদা ডিআরএমকে ফোন করে জানান, মাসুদানের উপর দিয়ে কোনও ট্রেন গেলে তাদের খুন করা হবে বলে হুমকি দিচ্ছে অপহরণকারীরা। স্টেশনের কিছু সম্পত্তিতে আগুন দেওয়া হলেও এখনও প‌র্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

Related Posts

Leave a Reply