November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

১০ দিনে দুইবার গর্ভবতী!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

যে নারীর কোনো সন্তান হবে না বলে জানিয়ে দিয়েছিল চিকিৎসকরা দশদিনের ব্যবধানে দুইবার গর্ভবতী হন সে নারী। বিস্ময়কর এ ঘটনা ঘটে দ্বীপরাষ্ট্র অস্ট্রেলিয়াতে।

দশমাস আগে দুটি জমজ কন্যার জন্ম দিয়েছেন সে অস্ট্রেলিয়ান মা কেইট হিল। শার্লট ও অলিভিয়া নামে সে জমজ কন্যার মা জানান তিনি ‘পলিসিস্টিক ওভারি সিনড্রোম’ নামে একটি শারীরিক সমস্যায় ভুগছিলেন। যার কারণে তার সন্তান জন্ম দেওয়া সম্ভব ছিল না। সমস্যা সমাধানে হরমোন ট্রিটমেন্ট গ্রহণ করছিলেন। একটি সন্তান খুব তীব্রভাবেই কামনা করছিলেন কিন্তু দশদিনের ব্যবধানে দুবার গর্ভবতী হয়ে যাবেন এটা ভাবেননি ওই অস্ট্রেলিয়ান নারী।

আরো মজার ব্যাপার হচ্ছে সেই দশদিনে ওই যুগলের মধ্যে মাত্র একবার অরক্ষিত শারীরিক সম্পর্ক হয়েছিল।

কোনো নারী একবার গর্ভবতী হওয়ার পর দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার ঘটনা বিরল। আর জমজ সন্তানের ব্যাপারটি ঘটে থাকে যখন গর্ভবতী নারীর দুটি ডিম্বানু নিষিক্ত হয় বা একটি ডিম্বানু দুইভাগে বিভক্ত হয়ে যায়। কিন্তু একবার ডিম্বানু নিষিক্ত হওয়ার দশদিনের মাথায় আবার নতুন ডিম্বানু নিষিক্ত হওয়ার বিষয়টি খুবই বিরল।

প্রকৃতির বিস্ময় যাই হউক না কেন দুটি কন্যা নিয়ে খুবই সুখি মা কেইট হিল ও বাবা পিটার হিল!

Related Posts

Leave a Reply